|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর: জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের ব্যবস্থাপনায় শালবনি ব্লকের কর্ণগড় এলাকার ডাঙ্গরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি করলো জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চ। এদিন শিবিরে মোট ২৫ জন রক্তদান করেছেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনির বিডিও প্রণয় দাস,জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, সমাজসেবি গোপাল সাহা, ভাদুতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী,সমাজকর্মী ও গবেষক ডঃ শান্তনু পাণ্ডা, সমাজকর্মী প্রতিমা রানা পিন্টু সাউ প্রমুখ ।