কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমাজসেবক নাসিরুদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির।

আজিম সেখ,নতুন গতি, বীরভূম:-

    শত কোটি প্রণাম বর্ষিত হোক নাসির উদ্দিন শেখ তোমার চরণে তাইতো আজ তার দশম মৃত্যুবার্ষিকী পালিত হল এক অন্যরকম ভাবে।
    আপনার রক্ত দান আর এক জনের জীবন দান । তাইতো আজ সবার কথা চিন্তা করে আবার যেমন নাসির উদ্দিন শেখ এর মত কষ্টে কাউকে পড়তে না হয় তার জন্য কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন, নেতাজী সংঘ ,উত্তোলন সংঘ, নজরুল সংঘ, মেঘদুত ক্লাব সহ আরো বিভিন্ন ক্লাবের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় একজন বিশিষ্ট সমাজসেবী নাসিরুদ্দিন সেখের দশম মৃত্যুবার্ষিকী পালন করলেন।এই উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করেছিলেন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন গ্রামের বিভিন্ন ক্লাবের সদস্যরা, প্রায়ত নাসিরুদ্দিন সেখের স্ত্রী প্রাক্তন বীরভূম জেলা পরিষদ মেম্বার হাসিনা মমতাজ এই শিবিরে অংশগ্রহণ করেন। তার বক্তব্য এই রকম অনুষ্ঠান দেখে আমি ও আমার পরিবারের সবাই খুবই আনন্দিত আমরা চাই এরকম রক্তদান শিবির প্রতিবছর চলতে থাকুক এই অনুষ্ঠানে আমরা ডাক পেয়ে খুবি আনন্দিত হয়েছি। তাছাড়া আজকে স্বাস্থ্য কেন্দ্রের কর্মী,A.N.M মৌসুমী মন্ডল ও সুস্মিতা গুপ্ত, কাষ্ঠগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ,কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া মনিমালা ঘোষ, সিভিক ভলান্টিয়ার, গ্রাম্য পুলিশ তন্ময় কুমার মন্ডল, পাথর শিল্পের টোল অফিস থেকে রাজেশ আলম, সৈয়দ তারিক আজিজ,কিরণ সেখ, এছাড়াও আরো আসেন দূর দূরান্তে ও পার্শ্ববর্তী গ্রাম থেকে বেশকিছু রক্তদাতা। এই সভায় উপস্থিত ছিলেন কাষ্ঠগড়া উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর শুভেন্দু শেখর বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী গোষ্ঠ বিহারী মুখার্জি, হাজী সোরাব শেখ ,প্রাক্তন শিক্ষক ভগিরথ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সিরাজ উদ্দিন শেখ, জয়দেব পাল, বাসুদেব মুখার্জী, কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর সভাপতি বিবেকানন্দ গুপ্ত, সহ-সভাপতি ও উপপ্রধান নিয়ামত শেখ, সম্পাদক জাহাঙ্গীর খান, এছাড়াও আরো অনেকেই।
    কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর সভাপতি বিবেকানন্দ গুপ্ত ও সম্পাদক জাহাঙ্গীর খানের বক্তব্য আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন শেখ আমরা দেখেছি তিনি একটি ডাইলোসিস পেশেন্ট ছিলেন ।তাকে বহু রক্তের জন্য ছোটাছুটি করতে হয়েছিল আগামী প্রজন্মের যেমন এরকম নাসির উদ্দিন এর মত কষ্টে কাউকে পড়তে না হয়। আমরা তার জন্য এই চিন্তা ভাবনা নিয়েছিলাম তাতে বহু মানুষ বহু মহিলা বহু কিশোর সাড়া দিয়েছে। আমরা জানি এই মুহূর্তে ব্লাড ব্যাংকের রক্তশূন্য। তার কারণ সবাই জানে দেশজুড়ে চলছে বিশ্ব মহামারী করোনা। এরকম বহু মানুষ ব্লাড ব্যাংকের দিনরাত রক্তের জন্য ঘুরে যাচ্ছে। তাই আমাদের আজকে এই একটি ছোট্ট প্রয়াস। আমরা চাই আগামী দিনে এলাকার মহিলারা কিশোররা যাতে এগিয়ে আসে এই রক্ত কত মানুষের উপকারে লাগবে কত অসহায় মানুষ জীবন ফিরে পাবে এর থেকে আনন্দের আর কি আছে।


    এধারে রামপুরহাট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ডক্টর প্রশান্ত কুমার সানা জানান রামপুরহাট মেডিকেল কলেজ আগে ছিল একটি সাব-ডিভিশনাল হসপিটাল বর্তমানে সেটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে। সেই সাথে সাথে বহু পেশেন্টের চাপ বেড়েছে। কিন্তু সেই পরিমাণে ব্লাড ব্যাংকে কোন ব্লাড না থাকায় দিনরাত বহু লোককে খালি হাতে ঘুরে যেতে হয়। আমাদেরকে খারাপ লাগে কিন্তু আমরা নিরুপায়। কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজকে 119 জনের ক্যাম্প করাহলো। এটা প্রথমবার নয় এর আগেও এরকম রক্তদান শিবির তারা এর আগেও চালিয়েছে। আমরা চাইএইরকম রক্তদান শিবির তারা বরাবর করুক এই রক্ত কারো না কারো শরীরে যাবে। আর শুধু এই এলাকায় নয়। আমরা চাই এরকম ক্যাম্প প্রতিটি জায়গায় হোক। তার সাথে সাথে এলাকার মানুষকে আমরা সাধুবাদ জানাই খুব সহযোগিতা করেছে আমাদের তারা আগামী দিনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

    রক্তদান মহৎ দান। এগিয়ে আসুন রক্তদানে,
    বাঁচিয়ে তুলুন প্রাণ।
    এগিয়ে আসুন ভাই-বোন সব,
    হিন্দু মুসলমান।
    রক্তদানে পুণ্য বাড়ে,
    বাড়ে মনের জোর
    রক্তদানে এগিয়ে আসুন
    সারা বছর-ভোর।
    জাতি ধর্ম নির্বিশেষে
    রক্ত সবার লাল,
    তবুও কেন ব্লাড ব্যাঙ্কে
    রক্তের আকাল……?