নৃত্যনীড়ের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:মেদিনীপুরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড়ের একাদশ বর্ষ পূর্তি উপলক্ষ্যে আগামী ৩০ শে মার্চ অনুষ্ঠিত হবে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার মেদিনীপুর শহরের মাইকেল মধুসূদন নগরের দুর্গামন্ডপে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।

    এই শিবিরে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার নৃত্যশিল্পী রিমা কর্মকার। শিবিরের কয়েকজন মহিলা সহ মোট ২১ জন রক্তদান করেন।এই প্রথমবার নৃত্যনীড়ের উদ্যোগে থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডদ,সংগীতশিল্পী যতন সরকার, কবি সিদ্ধার্থ সাঁতরা, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত শ্রাবণী দত্ত , সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা,সমাজসেবী শিক্ষক মনিকাঞ্চন রায়, সমাজসেবী শিক্ষক নরসিংহ দাস, সমাজকর্মী মুস্তাফিজুর রহমান,অভিনেতা নিশীথ দাস, সমাজসেবী সুজাতা সামন্ত দোলোই, শিক্ষিকা নবনীতা মিশ্র, চিত্রশিল্পী প্রদীপ বসু, সমাজসেবী সুমন চ্যাটার্জী, শিক্ষক বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার পক্ষে শিবিরটি পরিচালনা করেন ত্রিপর্ণা ঘোষ ,সায়নী পাত্র, সোনাই রায় মজুমদার, মৌসুমী লোধ ,বর্ণালী বসু সহ অন্যান্য। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান নৃত্যশিল্পী রিমা কর্মকার ও সমাজকর্মী মুস্তাফিজুর রহমান।