টিম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : জয়নগর বিধানসভার গড়দেয়ানি অঞ্চলের ঠাকুরের চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সাহাবুদ্দিন সেখের উদ্যোগে চতুর্থ বৎসরের রক্ত দান শিবির অনুষ্ঠিত হল,যেখানে কলকাতার দুটি ব্লাড ব্যাঙ্ক ওম ও পিউপিল ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করতে আসেন । রক্ত দান শিবিরে ভীড় ছিল চোখে পড়ার মতো পর্যাপ্ত পরিমাণে রক্ত নেওয়ার ক্যাপাসিটি না থাকায় ৭৮৬ জনের রক্ত নেওয়া সম্ভব হয়েছে । বিশেষ করে এই রক্তদান উৎসবে পরিণত করেন জয়নগর ২ তৃণমূল কংগ্রেসের নেতা শিক্ষক শাহাবুদ্দিন শেখ।এমনি মহতী কর্মযজ্ঞ সু-সম্পন্ন হওয়ায় এলাকাবাসী বেজায় খুশি।থ্যালাসেমিয়ায় আক্রান্ত রুগির রক্তের সঙ্কট নিরসনে এমনি উদ্যোগ। রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, বকুলতলা থানার বড়োবাবু অভিজিত পাল,জয়নগর দুই ব্লক উন্নয়ন আধিকারিক মোনজ মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মনাজাত খাঁন, জয়নগর তৃণমূল কংগ্রেস নেতা তুহিন বিশ্বাস ,তৃণমূল কংগ্রেস জয়নগর ২ সভাপতি গোপাল নস্কর, কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা আবু বাক্কার সর্দ্দার, গড়দেয়ানি অঞ্চল প্রধান সালমা মোল্লা,সেলিম সেখ, হারুন রশিদ মোল্লা,ডাক্তার গিয়াস উদ্দিন মোল্লা,হাসান লস্কর সহ একাধিক স্থানিয় সদস্য সদস্যা অঞ্চল ও ব্লক নেতৃত্ব।