১১০নং ওয়ার্ডের বৃজি পশ্চিম পাড়ার অধিবাসী বৃন্দের উদ্যোগে রক্তদান শিবির

নতুন গতি প্রতিবেদক : “বর্ণ অনেক, ধর্ম অনেক, জাতি অনেক, রক্ত এক”। আজ গড়িয়া, বৃজি পশ্চিমপাড়া শ্যামা পুজা কমিটির উদ্যোগে জাতি ধর্ম নির্বিশেষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। সহযোগিতায় ছিলো, এস এস কে এম হাসপাতাল ব্লাড সেন্টার। সকাল ১১টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত শিবির চলে। এদিনের শিবিরে নারী – পুরুষ উভয়েই প্রায় ৫০ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।

    উপস্থিত ছিলেন, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ১১০নং ওয়ার্ডের পৌরপিতা মাননীয় স্বরাজ কুমার মন্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী রাজু আলি মোল্লা, প্রশান্ত নস্কর, অশোক মন্ডল, সেলিম গাজী, রাজা সরদার, আলাউদ্দিন গাজী, আক্তার গাজী, সুরজিৎ নস্কর, অশোক দাস, বিশ্বজিৎ সরদার প্রমুখ।

    উদ্যোগক্তাদের তরফে আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী জানান, আজকের এই শিবির আমরা কোনো রাজনৈতিক বা ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে করিনি, আমাদের সামজিক দ্বায় বদ্ধতা পূর্ণ করার লক্ষ্যে আমরা কিছুটা চেষ্টা করেছি। আমরাতো পিছিয়ে পড়া দেশ, আমাদের চারপাশে নাচ গানের অনুষ্ঠান প্রায়শই হয় কিন্তু এই রক্ত দান অর্থাৎ জীবন দানের উৎসব আরো বেশি বেশি করে করতে হবে আমাদের। মানবিকতার ডাকে সাড়া দিয়ে রক্তের চাহিদা মেটানোর উদ্যোগ নিয়ে যারা এগিয়ে এসেছে এবং স্বেচ্ছায় যারা রক্তদান করেছেন তাদের এই মহৎ কাজে অভিনন্দন জানাই।