|
---|
লকডাউনে তীব্র আকাল রক্তের, সুন্দরবনের উদয় সংঘের উদ্যোগে রক্তদান শিবির।
মেহবুব আলম, সুন্দরবন : করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘর ছাড়তেই নিষেধ করা হয়েছে। সোশ্যাল সাইট, টিভি চ্যানেল গুলিতে এই নিয়ে দিনভর চলছে সতর্কতামূলক প্রচার। লকডাউনের জেরে তীব্র সংকট তৈরি হয়েছে রক্তের। সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে বন্ধ রয়েছে রক্তদান শিবির। ঘোরতর বিপাকে পড়েছেন নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন থাকা রোগীরা। সেই সংকট কিছুটা দূর করতে হাত সাহায্যের হাত বাড়ালো সুন্দরবনের উদয় সংঘ।
প্রত্যন্ত গ্রামের সাধারন মানুষের সহযোগীতায় ও উদয় সংঘের পরিচালনায় এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসবার পাঠানখালীতে। রক্তদান শিবির ঘিরে প্রয়োজনীয় সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল উদয় সংঘের সদস্যরা। রক্তদান শিবিরে আশা প্রত্যেককে সতর্কতামূলক ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছিল। নিয়ম মেনে, নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে প্রত্যেকে রক্তদান করেন।
এদিন রক্তদান শিবিরে রক্তদান করেন প্রায় ১১০ জন। ওই কর্তৃপক্ষের দাবি, তাদের এই উদ্যোগে জেরে সংকটের এই সময়ে কিছুটা হলেও রক্তের চাহিদা মিটবে। দেশজুড়ে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। করোনা মোকাবিলায় লক-ডাউন ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা ছিলো না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অবস্থায় রাজ্যগুলিকে লকডাউন পালানে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন করেছে কেন্দ্রীয় সরকার। একসঙ্গে যেখানে বড় মানুষ জড়ো হয়, সেই সমস্ত রকম ধর্মীয় সভা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে। এই কারণে রক্তদান শিবির ও অন্যান্য সভা, জমায়েত আপাতত বন্ধ রয়েছে।
এতেই বেড়েছে সংকট। রক্তদান শিবির বন্ধ থাকার দরুন সমস্যায় পড়েছেন, নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন থাকা যোগীরা। বিশেষত থ্যালাসেমিয়া রোগীদের সমস্যা বহুগুণে বেড়েছে। তাই সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের এখন দারুণ আকাল। তাই সংকটময় পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ালেন সুন্দরবনের উদয় সংঘ ক্লাবের সদস্যরা।