|
---|
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: করোনা আবহে পূর্ব মেদিনীপুর জেলায় কমেছে রক্তদান শিবির।জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে।রক্তের ঘাটতি মেটাতে হলদিয়া চকদ্বীপা অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির আয়োজনে শুক্রবার সকালে ব্রজলালচক প্রিয়নাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোভিড বিধি মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫৯ জন স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।
এই অতিমারীর সময় রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতি, চকদ্বীপা অঞ্চল সভাপতি মানস দাস, প্রীতম হাজরা প্রমুখরা।