১৮ বছর বয়সীদের নিয়ে রক্তদান শিবির বছর আঠারোর মোসারফের

মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: এ বয়স জানে রক্তদানের পুন্য / বাষ্পের বেগে স্টিমারের মতো চলে / এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর / এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

     

    কবি সুকান্ত ভট্টাচার্যের ,”আঠারো বছর বয়স “এর সেই বার্তা কে নিয়েই ব্যাতিক্রমী ভাবনায় রক্তদান শিবিরের আয়োজন করে নজর কাড়লেন বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের আঠারো বছরের তরুন সদস্য মোশারফ হোসেন। মোসারফ হোসেনের নিজের ১৮ তম জন্মদিন উপলক্ষে নিজ গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করলেন। এদিন মোসারফের সমবয়স্ক ২৫ জন তরতাজা যুবক মোসারফের ডাকে রক্তদিয়ে নিজেদের উৎসর্গ করলেন। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংস্হা বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহযোগিতায় মোশারফ হোসেন নিজের জন্মদিন উপলক্ষে গ্রামের ১৮ বছর বয়সী এবং প্রথম রক্তদাতা দের নিয়ে সিউড়ীর কাঁখুঁড়িয়ার মাঝপারায় এই রক্তদান শিবিরের উদ্যোগে নেয়য়। তার বন্ধুরাও তার এই উদ্যোগে এগিয়ে এসে সবাই রক্তদান করেছেন। শিবিরের বিশেষত্ব বেশিরভাগই ১৮ তম বয়সের এবং জীবনের প্রথম রক্ত দান করলেন।

    এদিন উপস্থিত ছিলেন বিভিবিডিএ এর সম্পাদক নুরুল হক,সহ সভাপতি প্রিয়নীল পাল সহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন সিউড়ি মহিলা থানার আইসি সহ অনান্য আধিকারিকরা। বিভিবিডিএ এর সম্পাদক নূরুল হক বলেন, বীরভূম ছাড়াও রাজ্যজুড়ে আমরা বহু রক্তদান শিবিরের আয়োজন করে থাকি ঠিকই কিন্তু আজ এ এক অভিনব ভাবনা। তরুন সমাজকে উদ্ভুদ্ধ করতে ও সমাজের প্রতি তরুন সমাজের দায়বদ্ধতা বাড়াতে আমাদের নবীন তরুন সদস্য মোসারফ তার নিজ জন্মদিনে, বিশেষ করে ১৮ বছর পূর্ন করার সন্ধিকালে যে ভাবে তার গ্রামের ছেলেদের নিয়ে রক্তদান আন্দোলনের কাজ শুরু করলেন এটা সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করল। তরুন যুবক মোসারফের এই মহৎ উদ্যোগকে স্মরনীয় করে রাখতে রক্তদাতাদের একটি করে মেহেগনি গাছের চাড়া ও মোমেন্টো দেওয়া হয়।