|
---|
খান আরশাদ, রাজনগর: বীরভূমের রাজনগর পঞ্চায়েতের খোদাইবাগ গ্রামে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান জীবনদান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে মাসুম স্পোর্টিং ক্লাবের কর্ম-কর্তারা প্রতিবছর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। একই সঙ্গে এলাকায় খেলাধুলা ও শরীরচর্চার পরিবেশ গড়ে তুলতে এক বিশাল ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করে থাকে মাসুম স্পোর্টিং ক্লাব। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
বুধবার রক্তদান শিবিরে এই মহৎকর্মে শামিল হয়ে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি.এম.ও.এইচ. ডাঃ কুমারিশ ঘোষ ও রক্তদান করেন। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, সজল গঁরাই, ইন্দ্র সাহা, পরিমল সাহা, ক্লাব-কর্তা মহঃ আলি, সেখ কাবুল, সেখ সরিফুদ্দুইন, সেখ নুরল জমাদার সহ অন্যান্যরা। ক্লাব কর্তা সেখ কাবুল জানান গত সাত বছর ধরে তাঁদের এই রক্তদান শিবির চলে আসছে। বর্তমান সময়ে রক্ত সংকট ও থ্যালাসেমিয়া রোগীদের কথা চিন্তা করেই তাঁদের এই কর্মসূচী। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ দীনবন্ধু বিশ্বাস ও ডাঃ কৌস্তুভ ঘোষের তত্বাবধানে এই রক্তদান শিবির আয়োজিত হয়।