|
---|
মইদুল ইসলাম, মুরারইঃ-
মুরারই দুই স্বেচ্ছাসেবী সংস্থা কাহিনগর সাথী সংঘ ওয়েলফেয়ার সোসাইটি এবং পলশা রেশম খাদি সমিতি রক্ত সংকট মেটাতে আজকে কাহিনগর স্কুল প্রাঙ্গনে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিনয় কুমার ঘোষ মহাশয় । রক্তদানে সাধারন মানুষের উৎসাহ ছিলে দেখার মত। রক্তদান করেন 90 জন রক্তদাতা । এই রক্ত রামপুরহাট ব্লাড ব্যাঙ্কে রাখা হবে।বর্তমানে যে রক্তসংকট দেখা দিয়েছে তা কিছুটা হলেও মিটবে বলে আশা করা যায়।বর্ণাঢ্য সাঁওতালি নাচের দ্বারা অনুষ্ঠান শেষ হয় । উদ্যোগতাদের পক্ষ থেকে আনোয়ারুল হক (সুমন) ও কবিরুল ইসলাম (নয়ন) বলেন যে এরকম একটা শিবির করতে পেরে আমরা গর্বিত । আর এক উদ্যোগতা মীর বজলে আহমদ (আপেল) বলেন প্রতিবছরের ন্যায় এবারও আমরা সুষ্ঠুভাবে শিবির শেষ করেছি, আগামীতে এ রকম আরও শিবির করবো । এলাকা বাসীদের উৎসাহ ছিল দেখার মতো ।