|
---|
উজির আলী,চাঁচল: রক্তদানের প্রথম সুযোগে হাতছাড়া করল না ঊনিশের তরুনী। আর সেই উনিশ সনেই পদার্পণই যদি হয়ে ওঠে জীবনের প্রথম রক্তদান হিসেবে তাহলে এই জীবন হয়ে ওঠে আধুনিক এক নতুন দিগন্ত।এইরকম আধুনিক শিক্ষার সঠিক প্রয়োগে দৃষ্টান্ত তৈরি করলেন জয়শ্রী দাস(নেহা)।
মালদহের চাঁচল তরল তলার বাসিন্দা বছর উনিশের তরুনী জয়শ্রী দাস। শনিবার ভগৎ সিং-এর ১১২ তম জন্মদিবস কে সামনে রেখে চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে, সরাসরি স্বেচ্ছায় রক্তাদান করলেন জয়শ্রী।
তৃনমুল ছাত্রপরিষদ সংগঠন মাধ্যমেই এগিয়ে আসেন জয়শ্রী । প্রসঙ্গত চাঁচল কলেজ তৃনমুল ছাত্রপরিষদ এককের সদস্য জয়শ্রী ও প্রথম বর্ষের অনার্স বিভাগে পাঠরত।
এদিন একব্যাগ B+ রক্ত সঞ্চিত রেখে জয়শ্রী বলেন, খুবই ভাল লাগছে সুযোগ পেয়েই জীবনের প্রথম রক্তদান করে।আমার রক্তে একজন মুমূর্ষ রোগী সুস্থতা লাভ করুক এটাই চাই।আগামী দিনেও আমি এভাবেই এগিয়ে আসবো স্বেচ্ছায় রক্তদানে।
এছাড়াও এদিন একই ভাবে একব্যাগ B+ রক্ত সঞ্চিত রাখেন চাঁচল খেলেনপুরের বাসিন্দা নুয়েল শেখ।
এদিন রক্তদানের সময় উপস্থিত ছিলেন তৃনমুল চাঁচল কলেজ তৃনমুল ছাত্র সংগঠনের কার্যনির্বাহক বাবু সরকার ও একদল ছাত্র নেতা।