ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে জামালপুরে রক্তদান শিবির

ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে জামালপুরে রক্তদান শিবির

    নিজস্ব প্রতিনিধি; পূর্ব বর্ধমানঃ রক্তদান জীবন দান, একথা আমরা সবাই জানি। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জানকুলি গ্রামের নজরুল সংঘের উদ্যোগে এবং বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় আজ অনুষ্ঠিত হল একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ ছিল ১৯তম রক্তদান উৎসব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

    আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানকুলি গ্রামের সদস্যা শ্যামলী বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী দিবাকর কোলে, বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক বাবলু কুমার ঘোষ, সুকান্ত মহান্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সমাজে বর্তমান সময়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতেই ছিল সংঘের সকল সদস্যদের এই উদ্যোগ। আজ রক্তদান শিবিরে প্রায় ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন। উল্লেখযোগ্য ভাবে রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিল মহিলা।

    রাজ্য সরকারের আর্থিক অনুদানে এই সংঘের সদস্যরা রক্তদানের পাশাপাশি সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকেন।

    সংঘের প্রত্যেক সদস্যরা আশা করেন যে, তাদের এই শিবিরে মধ্যে দিয়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি অনেকাংশে মিটবে।