সরিষা ক্রিকেট লাভার্স এ্যাসোসিয়েশন ক্লাবের ২৫তম রক্তদান কর্মসূচি

জাকির হোসেন সেখ, ১লা মে, ডায়মন্ড হারবার: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার “সরিষা ক্রিকেট লাভার্স এ্যাসোসিয়েশন” ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল ২৫ তম রক্তদান কর্মসূচী। এই গরমেও ৩০ জন মহিলা সহ মোট ১০০ জন রক্ত দিলেন। শুরুতেই স্বাস্থ্যকর আহার ও পানীয় দেয়া ছাড়াও রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতাকে উৎসাহ উপহারের প্যাকেট তুলে দেন ক্লাব সম্পাদক সৈয়দ আব্দুস সামাদ, সভাপতি সৈয়দ মিজানুর রহমান, চন্দ্র শেখর সামন্ত, ক্রীড়া সম্পাদক নাজিমুদ্দিন মোল্লা, সাকির উদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ কাজী জাকিরুল ইসলাম, সমীর রায়চৌধুরী, সৈয়দ সুজাউদ্দিন, বিশিষ্ট উদ্যোগপতি পীযূষ প্রামানিক প্রমুখ। উল্লেখ্য যে, ডায়মন্ড হারবার পৌরসভা লাগোয়া সরিষায় “সরিষা ক্রিকেট লাভার্স এ্যাসোসিয়েশন” আয়োজিত প্রতি বছর ১লা মে’র নির্দিষ্ট দিনে এই রক্তদান শিবির ছাড়াও বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট, এ্যাম্বুলেন্স পরিষেবা, পূজো ঈদ ও শীতবস্ত্র বিতরণ, পড়ুয়াদের স্কুলপাঠ্য ব‌ই প্রদানের মত নানা সমাজসেবামূলক কর্মসূচি রুপায়িত হয়।