মেদিনীপুরের সূর্যাস্তের মিলন হাটের উদ্যোগে রক্তদান শিবিরে

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: লকডাউনের মাঝে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে
মেদিনীপুরের সূর্যাস্ত সপ্তাহান্তে মিলন হাটের উদ্যোগে শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে একটি রক্তদান অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরীশ চন্দ্র বেরা ,মেদিনীপুর সদর মহকুমাশাসক ও পৌরপ্রশাসক দীন নারায়ন ঘোষ,অতিরিক্ত জেলা পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ভিটিটি কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন ভৌমিক, অধ্যপক বিশ্বজিৎ সেন, পৌরসভার দুই আধিকারিক মদন মোহন দে ও কৌশিক রাণা, ভলান্টারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন সভাপতি অসীম রথ, সম্পাদক জয়ন্ত মুখার্জি , জয়ন্ত মন্ডল, কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ পাত্র, কৌশিক দাস প্রমুখ বিশিষ্ট জনেরা। ছিলেন সূর্যাস্তের হাটের সাথে যুক্ত একঝাঁক সমাজকর্মী।স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান শিবির হয়।

    এই শিবিরে প্রায় পঞ্চাশজন রক্তদাতা উপস্থিত থাকলেও পরীক্ষা-নীরিক্ষার পর চল্লিশজন রক্তদেন। উদ্যোক্তারা জানান প্রয়োজন পড়লে তারা আবারও শিবির করবেন। শিবিরে পরিবেশ রক্ষার বার্তা দিতে রক্তদাতাদের হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়। সূর্যাস্তের মিলন হাটের পক্ষে যাঁরা উপস্থিত ছিলেন মণিকাঞ্চন রায়, সুশান্ত কুমার ঘোষ, দেবব্রত পাত্র, সুদীপ কুমার খাঁড়া, অরিন্দম দাস,গোপাল সাহা, ওয়াসিম আহমেদ, নিশীথ দাস, ফাকরুদ্দিন মল্লিক,লাট্টু সাউ,অমরজিৎ সেনাপতি, রাম সেনাপতি , সেক ইসমাইল , কৌশিক কচ, সুব্রত মহাপাত্র, অমিত সাহু,গৌতম দেব, নরসিংহ দাস, শম্পা মন্ডল, রীতা বেরা, রত্না দে,সূর্যশিখা ঘোষ,রুমা মন্ডল,নন্দিতা দে,তুলি দাস সহ আরও অনেকে।