মালদা ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্র এবং ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডসের উদ্যোগে রক্তদান শিবির

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা:‌ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা শাখার সহযোগিতায় রবিবার মালদা আইএমএ ভবনে রক্তদান শিবির হয়ে গেল। জেলার অন্যতম বিজ্ঞান সংগঠক সুমিত দাস ও গীতা প্রামাণিকের স্মরণে এদিনের রক্তদান শিবির। মোট ১৪ জন এদিন রক্তদান করেন।

    শিবিরে বক্তব্য রাখেন জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহবায়ক নিরঞ্জন প্রামানিক, অনিল কুমার সাহা, জেলা বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য সুনীল সরকার প্রমূখ। প্রত্যেক রক্তদাতাকে সূর্য গ্রহণ দেখার জন্য বিশেষ চশমা ও একটি করে গাছ দেওয়া হয়। করোনার আতঙ্ক ও বৃষ্টির মধ্যে রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জানান ইংরেজবাজার বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুদীপ্ত নন্দী।