|
---|
নিজস্ব প্রতিবেদক,পাঁশকুড়া : দিন কয়েক আগে প্রয়াত দীপ্তিরাণী প্রধানের স্মৃতির উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বন্ধন গেষ্ট হাউসে আয়োজিত হল রক্তদান শিবির। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এই শিবিরে ২ জন মহিলা সহ রক্তদান করলেন মোট ৪১ জন। প্রয়াত দীপ্তিরাণী প্রধানের ছেলে তথা কুইজ কেন্দ্রের সদস্য শুভাশিস প্রধান বলেন, “এই গরমে রক্তের আকাল চলছে হাসপাতাল গুলোতে। তাই মায়ের স্মৃতি চাগিয়ে রাখতে রক্ত সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।” উল্লেখ্য এদিন এই পরিবারেরই মোট পাঁচজন রক্ত দিয়েছেন। তাঁরা হলেন দেবাশীষ প্রধান, শুভাশিস প্রধান, সুভদ্রা প্রধান, অঙ্কুশ মন্ডল এবং দেবজ্যোতি প্রধান।সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়।
কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সুজন বেরা, মৌসম মজুমদার, কৃষ্ণপ্রসাদ ঘড়া, অলক গাঁতাইত,অলোক মাইতি, সৌমেন গায়েন, স্নেহাশিষ চৌধুরী,সুতপা বসু,অঞ্জন মন্ডল,সুভাষ জানা , অপূর্ব কুমার জানা,শুভ্রজ্যোতি মুখার্জি, নিখেলেশ সামন্ত,চন্দন মন্ডল,সূর্যশিখা ঘোষ,শবরী বসু,অরিন্দম দাস,গৌতম বসু,ভাস্করব্রত পতি ,দুর্গাপদ মাসান্ত ,শান্তনু ঘোষ,শুভ্রাংশু শেখর সামন্ত সহ অন্যান্যরা। ছিলেন পাঁশকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকতা ও সদস্য-সদস্যাবৃন্দ। এদিনের শিবিরে পরীক্ষার্থী অরিন্দম মাইতি পরীক্ষা দিতে যাওয়ার আগে রক্তদান করে এক অনন্য সদিচ্ছার নজির তৈরি করেন। উল্লেখ্য এটি ছিল কুইজ কেন্দ্রের উদ্যোগে ৩১ তম রক্তদান শিবির।