|
---|
রাজারহাট : কোভিড পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণ করতে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেস এর সহযোগিতায় রাজারহাট বিষ্ণুপুর ১ নং অঞ্চলের রাইগাছি ছোটপোল এলাকায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
মহতি রক্তদান উৎসবে রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন , রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা জনাব এ কে এম ফারহাদ সাহেব, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, যুবনেতা আফতাব উদ্দিন, প্রখ্যাত খেলোয়াড় কল্যাণ লোধ, হোসেন মোস্তফি, সাইফুল ইসলাম, রতন মিধা, সেখ আলাউদ্দিন সহ বিশিষ্টজনেরা।