আচার্য জগদীশচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে রক্তদান কর্মসূচি


বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- করোনার আবহে রক্তের সংকট মেটাতে জাতি ধর্ম নির্বিশেষে আজ ডায়মন্ড হারবার ৬নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুর রথতলায় দ্বাদশ বর্ষ রক্তদান শিবির কর্মসূচী করা হয়। আচার্য জগদীশচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ৮০ জন মহিলা ও পুরুষ নির্বিশেষে রক্তদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা,আচার্য জগদীশচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের সভাপতি পুতুল হালদার,শঙ্কর বিশ্বাস,চিরঞ্জিত পাত্র সহ সকল সদস্যবৃন্দ।

    টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা ৬নম্বর ওয়ার্ডে আচার্য জগদীশচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। একইসঙ্গে বলেন এই ধরনের রক্তদান শিবির করার ফলে বহু থ্যালাসেমিয়া রোগী থেকে জরুরী কালীন চিকিৎসায় রোগীদের রক্তের ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে।