|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, সাগরদিঘী, মুর্শিদাবাদ: ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ আগষ্ট সোমবার সাগরদিঘী থানার গোবর্দ্ধনডাজ্ঞা দস্তুরহাট হাইস্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম, ব্লক স্বাস্থ্য আধিকারিক, স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান মুনি মারিয়া মার্ডি, উপপ্রধান মোঃ বক্তিয়ার উদ্দিন, বিদ্যুৎ কর্মধ্যক্ষ দীনেশ পান্ডে, বিশিষ্ট সমাজসেবী আজমল হক প্রমুখ। জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ মহিলা মিলিয়ে কমবেশি ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তারা সকলকে ফুল দিয়ে স্বাগত জানান।
ছবি: মফিজুল ইসলাম