রক্ত দিয়ে মরণাপন্ন বৃদ্ধার প্রাণ বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন হজরত শেখ এবং প্রদীপ দাস

নিজস্ব সংবাদদাতা

    ৬০ হাসিনা বিবির উরু ভেঙ্গে যাওয়ার জন্য ভর্তি হোন বহরমপুর গিতারাম নাসিংহোম । ডাক্তার বাবু হাসিনা বিবির বাড়ির লোকের জানান এক ইউনিট  Aনেগেটিভ রক্ত  লাগবে। হাসিনা বিবির বাড়ির লোক বিভিন্ন ব্লাড ব্যাংকে যোগাযোগ করেন কিন্তু কোথাও ওই গ্রুপের রক্ত  পাওয়া যায়নি, তখন তারা খবর পান ব্লাড ডোনার সংগঠনের সদস্য হজরত সেখের।হজরত সেখ বিষয়টি জানার পরে তিনি দেরি না করে দ্রুত যোগাযোগ করেন প্রদীপ দাস প্রদিপ দাস এর সাথে।

    এবং রাজি হয়ে যান প্রদিপ দাস । তিনি পেশায় কোলকাতা মেডিকেল ব্লাড ব্যাঙ্কের টেকনেসিয়ান। প্রদিপ দাস কলকাতা থেকে এসে বহরমপুর ব্লাড ব্যাঙ্কে আনন্দের সাতে রক্ত দান করেন।এর ফলে জীবন ফিরে পান হাসিনা বিবি। প্রদীপ দাস এবং হযরত শেখ কে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান হাসিনা বিবির পরিবার।  হজরত শেখ এবং প্রদীপ দাস এর আগে বহুবার দেবতার মতো এগিয়ে এসে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। হযরত শেখ এবং প্রদীপ দাস বলেন মানুষের প্রাণ বাঁচানোটাই তাদের কাছে আসল ধর্ম। তাদের এই স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসা এবং মানুষের প্রাণ রক্ষা করার প্রচেষ্টা তাদেরকে বহু মানুষের মনে জায়গা করে দিয়েছে। তারা চান এভাবেই মানুষের সেবা করে যেতে মানুষের প্রাণ বাঁচিয়ে যেতে।