|
---|
নতুন গতি, মালদা: বর্তমানে করোনা আবহে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির না হওয়ায় মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও অনন্য বেসরকারি নার্সিংহোমে রুগীদের রক্তের জন্য প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে। তাছাড়া মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও অনান্য বেসরকারি নার্সিংহোমে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা গুলি থেকে প্রচুর রোগী মালদহে চিকিৎসার উদ্দেশ্যে আসেন, তাছাড়াও বাংলাদেশ, ঝাড়খান্ড, বিহার রাজ্য থেকেও প্রচুর রুগী মালদহে আসেন। ফলে মালদা ব্লাড ব্যাঙ্কে প্রচুর রক্তের প্রয়োজন হয়। রক্তের তুলনায় রোগীর সংখ্যা প্রচুর হওয়ায় রোগীদের প্রচন্ড ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। মালদা জেলায় বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয়ভাবে রক্তের জোগান দেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে “হেল্প ফর ইউ ফাউন্ডেশন” সকলের খুব পরিচিত একটি নাম। রক্তদানের শিবির এর পাশাপাশি এই ফাউন্ডেশন প্রতিদিন ডোনার নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে আসছেন। হেল্প ফর ইউ ফাউন্ডেশনের সম্পাদক সামিউল আহমেদ জানান যে, জেলার যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা যদি স্বেচ্ছাসেবী সংগঠন গুলির পাশাপাশি রক্তদান শিবির করেন তাহলে মালদা ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি হবেনা। একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলেছে। বারবার ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ ও মালদা মেডিকেল কলেজ ও হসপিটাল কর্তৃপক্ষকে বলেও কোন কাজ হচ্ছে না। তিনি আরো জানান মালদা জেলার জেলা শাসক যদি উদ্যোগ নেন তাহলে মালদা ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ আমাদের ফাউন্ডেশন থেকে ছয় জন রক্ত দাতা মালদা ব্লাড ব্যাঙ্কে গিয়ে বিভিন্ন রুগীকে স্বেচ্ছায় রক্তদান করেন।