|
---|
রহমতুল্লাহ মুর্শিদাবাদ : গত ২৪ শে আগস্ট সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। এবং যারা রক্ত যোগানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে থাকে তাদেরকেও সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে AM BLOOD BANK সহ মুর্শিদাবাদ জেলার কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠনকে। জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন মূলত সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এক বছর আগে কাজ শুরু করে। এক বছর থেকে শীত-গ্রীষ্ম-বর্ষা, দিন হোক বা রাত সব সময় রক্ত পরিসেবা দিয়ে যাচ্ছে। বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই শিবির।
মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটা সংগঠন কে সম্মানিত করা হয়। স্পন্দন এর ডাকে AM BLOOD BANK এর পক্ষ থেকে নাজমুল হোদা ও নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এমন কঠিন পরিস্থিতিতে রক্ত দান শিবিরের আয়োজন করা সত্যিই খুবই প্রশংসনীয় কাজ। AM BLOOD BANK এর পক্ষ থেকে ওয়াসিম আক্রাম স্পন্দন সহ সমস্ত রক্ত দাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।