|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনা মৈপিঠ কোস্টাল থানার পূর্ব গুড়গুড়িয়া চৌরঙ্গী বটতলা মিলনভূমি ক্লাবের শ্যামা পূজা উপলক্ষে সুন্দরবনের তালের ডিঙি প্রতিযোগিতা অনুষ্ঠান যা আজ বিলুপ্তির পথে হিন্দু মুসলিমদের মিলিত এই কমিটির সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতির বার্তা দিতে মানুষকে উজ্জীবিত করার প্রয়াসে এই মুহূর্তের প্রয়াস ।
কমিটির সম্পাদক স্বপন মাইতি ও লুৎফর মোল্লা সদস্য।
খেলার নিয়ম ৩২ টিম প্রতি রাউন্ড ৪ জন করে প্রতিযোগি তার থেকে ২ জন করে জয়ী নেওয়া হবে। এই ভাবে শেষ ৪ জনকে পুরস্কৃত করা হবে। যা দেখতে ভীড় জমিয়েছেন এলাকার মানুষ জন সত্যি অসাধারণ এই নৌকা বাইচ প্রতিযোগিতা।