|
---|
সানওয়ার খান, কাকদ্বীপ : মঙ্গলবার গঙ্গাসাগর থেকে মাঘীপূর্ণিমার স্নান সেরে হলদিয়া যাবার পথে মুড়িগঙ্গায় মাঝনদীতে আটকে গেলো তীর্থযাত্রীবোঝাই ট্রলার। মাঝ নদীতে ট্রলার আটকে যাওয়ায় তীর্থযাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি পুণ্যার্থিদের উদ্ধার করা গেছে। স্থানীয় সূত্রের খবর, সাগরে মাঘী পূর্ণিমাস্নান করতে হলদিয়া থেকে ট্রলারে চেপে তীর্থযাত্রীরা আসে। স্নান সেরে কচুবেড়িয়া থেকে ট্রলারে ফিরছিলো। মাঝ নদীতে ট্রলার আটকে যায়। তীর্থযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। অনেকে মোবাইলের মাধ্যমে প্রশাসনের কাছে খবর দেয় উদ্ধারের জন্য। এদিকে সাগর ব্লক প্রশাসন খবর পেয়ে উদ্ধারকার্যে নামে। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের কাছে ও খবর যায়। সূত্রেরখবর, ঐ ট্রলারে একশোজন পুর্ণাথী ছিলো। বেশিরভাগই হলদিয়ার লোকজন ঐ পূর্নাথীদের উদ্ধার করে। তবে ট্রলারকে টেনে তোলা যায়নি আপাতত।