|
---|
সেখ আব্দুল আজিম, ফুরফুরা : হুগলী জাঙ্গীপাড়ার রাধানগরের বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক সেখ আরিফুল ইসলাম বাদশার শুভ বিবাহের অনুষ্ঠানে অভিনব কর্মসূচি দেখা গেল। অনুষ্ঠানে শুরুতে উপস্থিত ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকীর হাতে গাছের চারা তুলে দেয় সবুজ সৈনিক মাবুদ আলি ও আরিফুল ইসলাম। বিশ্ব উষ্ণায়ন রোধে গাছ লাগান পরিবেশ বাঁচান এই বার্তা দেওয়ার লক্ষ্যেই অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিদের মাঝে বিভিন্ন গাছের চারা বিলি করা হয়।
বিবাহের ওলিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা সাহিম সিদ্দিকী, পীরজাদা তামিম সিদ্দিকী, পীরজাদা সাফেরী সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা এসহক সিদ্দিকী এছাড়াও উপস্থিত ছিলেন, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সম্পা সাহা, জাঙ্গীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদন ঘোষ, হুগলী জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী, পিউ শিকারী।
আরও উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী হাজী শেখ সেলিম সাহেব, নাবাবীয়া মিশনের সাধারণ সম্পাদক সেখ সাহিদ আকবর, সৈয়দ আফতাব উদ্দিন সৈয়দ নাজিমুদ্দিন, সৈয়দ মাহতাব হোসাইন, সৈয়দ হামমাদ হোসাইন ফুরফুরা সিনিয়র মাদ্রাসার সুপার আবু তালহা সিদ্দিকী সহ একাধিক ডাক্তার, শিক্ষক, সমাজসেবী সাংবাদিক ও বিভিন্ন স্তরের মানুষজন।
অনুষ্ঠানে দুপুরে আহারের পর সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে, হুগলী জেলার সম্পাদক সবুজ সৈনিক মাবুদ আলির উদ্যোগে স্টল থেকে প্রায় সাড়ে চারশো গাছের চারা বিতরণ করা হয়। তার এই ধরণের কর্মসূচি সারা বছরই নিয়ে থাকেন বলে জানান। সদ্য বিবাহিত আরিফুল ইসলাম বলেন, তীব্র দাবদাহে মানুষ নাজেহাল পরিবেশের কথা মাথায় রেখেই পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিবাহের অনুষ্ঠানে এই ধরনের কর্মসূচি দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ।