|
---|
সংবাদদাতা, বৈষ্ণবনগর : বৃহস্পতিবার বজ্রপাতে মৃত দুইজন মিঠুন সরকার ও চিরন্জিত মন্ডলের পরিবারকে মঙ্গলবার মানবিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার ও সংশ্লিষ্ট কালিয়াচক-৩ ব্লকের বিডিও গৌতম দত্ত। মঙ্গলবার বাড়িতে গিয়ে দুটি পরিবারের হাতে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন চন্দনা সরকার । ব্লকের তরফে বিডিও সাহেব তাদেরকে খাদ্য সামগ্রী চাল দেওয়ার বন্দোবস্ত করেন । গত বৃহস্পতিবার গঙ্গায় মাছ ধরার সময় নৌকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়, জখম হয় একজন। ঘটনাটি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের পার চকবাহাদুরপুরে । তাঁরা ছোট নৌকাতে স্থানীয় গঙ্গায় মাছ ধরতে যায়। বিকেলে বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় দুজনের। জখম হন তপন মন্ডল। মৃতরা একই পাড়ার বাসিন্দা। এই মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সহকারী সভাধিপতি চন্দনা সরকার জানান, ওরা মাছ ধরতে গিয়ে গঙ্গাতে নৌকায় বাজ পড়ে মৃত্যু হয়। খুব দুস্থ পরিবার। যতটা সম্ভব খাদ্য সামগ্রী 25 কেজি করে চাল দুটি পরিবারকে দেওয়া হয় স্থানীয় ব্লক প্রশাসনের তরফে। আমার তরফে ওদের কিছু আর্থিক সাহায্য ওদের হাতে তুলে দিলাম। মৃত পরিবারগুলিতে মানবিকভাবে উপস্থিত হয়েছিলেন বিডিও গৌতম দত্ত। আগামীতে আরো কিছু সাহায্য করতে সচেষ্ট থাকবেন বলে জানান চন্দনা।