বকেয়া টাকার দাবিতে বিডিওকে স্বারকলিপি প্রদান

আজিজুর রহমান,গলসি : গলসি ২নং ব্লক বিডিওকে স্বারকলিপি প্রদান করলো পূর্ব বর্ধমান জেলা MGNREGA ভেন্ডর এ্যাসোসিয়েশন। এদিন দুপুরে কুড়ি বাইশ জন ঠিকাদার গলসি ২নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান। এরপর ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি MGNREGA এর অধীনে নির্মাণ প্রকল্পের অর্থবর্ষে ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ সালে সামগ্ৰী সরবরাহকারীদের ন্যায্য বকেয়া বিল অবিলম্বে প্রদান করতে হবে। বকেয়া এই টাকা না পাওয়ার ফলে বেশ অসুবিধার মধ্যে আছে ঠিকাদাররা বলে জানিয়েছেন তারা। সংগঠনের জেলা সভাপতি মহঃ সরিফ মিঁয়া বলেন, গলসি ২নং ব্লকে আমরা ডেপুটেশন দিলাম যাতে বকেয়া পাওনা টাকা আমরা পাই। আমাদের দামি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করবো। বিডিও তাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।