বোলাল গানে মাতোয়ারা কাটোয়ার শ্রীবাটি গ্রাম

রাহুল রায়, পূর্ব বর্ধমান:গাজন পশ্চিমবঙ্গে পালিত একটি হিন্দু লোকউৎসব। প্রতিবছরের ন্যায় এবারও চৈত্রমাসের শেষ বুধবার থেকে শুরু হলো গাজন উৎসব কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামে শিবতলায়।গ্ৰামবাসীদের কাজে থেকে শোনা যায় আনুমানিক ২০০০ বছরের পুরনো নন্দেশ্বর শিব ঠাকুরের গাজন উৎসব। এবারে ৪৫ জন সন্ন্যাসী হয়েছে।বোলান গান হলো প্রধানত পশ্চিমবঙ্গের লোকগান তথা বাংলার এক প্রাচীন লোকগান। গাজন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে শিবতলায় বোলান গান হলো। বৃহস্পতিবার রাতে সন্ন্যাসীরা শিবতলায় তাদের কলা কৌষাশী দেখায়। গাজন উৎসব শুরু হওয়াতে গ্ৰামবাসীরা শিবতলায় ভীড় জমায়। গাজন উৎসবে কেন্দ্র করে গ্ৰামবাসীরা আনন্দে উৎবে মেতে ওঠেন।