|
---|
নিজস্ব সংবাদদাতা : অবশেষে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যশালী বো ল্লা রক্ষা কালীপুজো। উত্তরবঙ্গ জুড়ে এই রক্ষা কালী পুজোর বিশেষ খ্যাতি রয়েছে। শুক্রবার গভীর রাত থেকে এই পুজো শুরু হয়েছে চলবে সোমবার বিকেল পর্যন্ত। পুজো উপলক্ষে অগণিত মানুষের ভিড় হয়ে থাকে। গোটা রাজ্যতো বটেই, প্রতিবেশী দেশ বাংলাদেশ ,ভুটান ,নেপাল থেকে প্রচুর ভক্তদের সমাবেশ হয়ে থাকে। এই বছরও পূজো শুরু হতেই ভক্তদের ভিড় চোখে পড়ছে। পুজো উপলক্ষে যে মেলা হয়ে থাকে, যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। মাকে সোনা, রূপো হিরে দিয়ে সাজানো হয়ে থাকে। পুজোর মূল আকর্ষণ মায়ের হাতের সোনার খরগো। গত দুই বছর করোনার কারণে সেইভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক অনেকটাই, পুজো শুরু হওয়া থেকেই অগণিত ভক্তদের সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে। বালুরঘাট ও গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে সাধারণ মানুষের সুবিধার্থে সারারাত সরকারি বাস চালানো হয়েছে।জমে উঠেছে দক্ষিণ দিনাজপুরের বোল্লা রক্ষা কালীপুজো।