|
---|
মহঃ জামালউদ্দিন,নতুন গতি ডেস্ক:
গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে সুদক্ষ অভিনেত্রী,শাবানা আজমী।যাকে বলিউড এক নামেই জানে। প্রথমত তিনি সর্দি কাশি ভেবে,তিনি তার পারিবারিক ডাক্তার কে দেখান। ডাক্তার খুঁটি নাটি ভাবে দেখে,তাকে তৎক্ষণিক হাসপাতালে ভর্তির পরার্মশ দেন,তার পারিবারিক ডাক্তার। তারপর চিকিৎসায় ধরাপড়ে,তিনি নাকি সোয়ান ফ্লু তে আক্রান্ত হয়েছে। এখন তাকে সম্পূণ রূপে বেড রেস্টের নির্দেশ দিয়েছে,হাসপাতাল কতৃপক্ষ।