|
---|
খান আরশাদ, বীরভূম : বীরভূমের সদাইপুর থানার সাহাপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের চললো ব্যাপক বোমাবাজি। ঘটনায় কয়েকটি বাড়ি আগুনে ভস্মীভূত হয় বলেও স্থানীয় সুত্রে জানা গেছে। বীরভূমের সদাইপুর থানার সাহাপুর তৃনমূল অঞ্চল সভাপতি শেখ এনামুল ও স্থানীয় তৃণমূল নেতা শেখ ফিরোজ এর গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। এই নিয়ে ফের উত্তেজনা দেখা দিলো। সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজি হয়। বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় বোমাবাজির ফলে। জানা গেছে এলাকায় একটি জমিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার ফলে একজন জখমও হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।