মল্লারপুরের মেঘদূত ক্লাবে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক যুবক

নিজস্ব প্রতিবেদন : মল্লারপুর থানার অন্তর্গত মেঘদূত ক্লাব গত ৩০ শে জুন মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সিআইডি বোম স্কোয়াড থেকে ফরেনসিক দল একের পর এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মীরাও দফায় দফায় বিস্ফোরণস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন।

    ওই ক্লাবে বিস্ফোরণের ঘটনায় তদন্তে এমনই মোড় নেই যে, মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিককে প্রথমে রামপুরহাট থানায় স্থানান্তরিত করা হয় এবং পরে তাকে বরখাস্তও করা হয়। সাথে সাথে মল্লারপুর থানার ৪ সিভিক ভলেন্টিয়ারের উপর দায়িত্বে গাফিলতির কারনে বিভাগীয় তদন্ত শুরু করা হয়।

    এরপর গতকাল রাতে বিস্ফোরণের সাথে যুক্ত থাকার অভিযোগে সেখ মিঠু নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সেখ মিঠুর বয়স ৩৪ বছর। সে মল্লারপুরের রেলপাড়ের বাসিন্দা এবং ওই ক্লাবের সদস্য বলে জানা গিয়েছে। সে একজন রাজমিস্ত্রির শ্রমিক বলে জানা গিয়েছে।তার বিরুদ্ধে পুলিশ ৪৩৬/২৮৬ আইপিসি, ৩/৪ ই.এস. অ্যক্টের মামলা রুজু করেছে।

    পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালে মল্লারপুরে একটি ঝামেলা হওয়ার সময় থেকেই এই শেখ মিঠু বোমা আদান-প্রদানের কারবারের সাথে যুক্ত। এর আগেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশ জানায়, বিস্ফোরণের রাতে ক্লাবে ওই যুবকই বোমা রেখেছিল। এই বোমা রাখার ঘটনায় ক্লাবের আরো কয়েকজন সদস্য যুক্ত রয়েছেন বলে পুলিশের দাবি। যদিও পুলিশ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

    আজ ধৃত যুবক সেখ মিঠুকে রামপুরহাট আদালতে তোলা হলে পুলিশ ওই যুবকের ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। পুলিশের আবেদনের রামপুরহাট আদালতের বিচারক ওই যুবককের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে।