|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: জঙ্গি হামলা পাকিস্তানে। শুক্রবার পেশোয়ারের এক মসজিদে নামাজ চলাকালীন ঘটলো ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রাণ হারালেন অন্তত ৩০ জন। জখম হয়েছেন পঞ্চাশের বেশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণের শব্দ পান সবাই। ধ্বংসস্তূপেই পড়ে রয়েছে মৃতদেহ। বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় আতঙ্কিত মানুষজনের মধ্যে।
সূত্রের খবর, নিহতদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। বিস্ফোরণ থেকে কোনওক্রমে বেঁচে ফেরা বাসিন্দা শায়ান হায়দার জানিয়েছেন, তিনি মসজিদে সবে ঢুকছিলেন। সেসময়ই আচমকা বিস্ফোরণে রাস্তার উপর ছিটকে যান।