|
---|
নিজস্ব সংবাদদাতা : ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের রবিবার মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কান ঝালাপালা। সকাল থেকেই গৌহাটিতে বম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। একটি কাঠের দোকান থেকে আসে মধ্যরাতেই বোমার শব্দ। ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনার সূত্রপাত, রবিবার রাত ১১ টা নাগাত। জি টি রোড সংলগ্ন এক ফার্নিচার এর দোকানের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গেই এলাকা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় ও সঙ্গে বাতাস ভারী হয়ে থাকে বারুদের গন্ধে। বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান স্থানীয় একটি দোকান থেকে লাগাতার ধোঁয়া বেরোচ্ছে।স্থানীয় মানুষের দাবি বারুদের গন্ধ পাওয়ায় গেছে। খবর দেওয়া হয় চাঁপদানি দমকলে। একটি গাড়ি নিয়ে আসা হয়। এই ব্লাস্ট হওয়ার ফলে দোকানটির দেওয়াল ফেটে যায়। দোকানের সমস্ত কাঁচ ভেঙে যায় ও এসবেস্টারের ছাদও উড়ে যায় । ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার আই সি কৌশিক ব্যানার্জি ও থানার অন্যান্য অফিসার, গৌরহাটি, চাঁপদানি, তেলিনিপাড়া টি ও পির জোনাল অফিসার ও পুলিশ কর্মীরা।স্থানীয় এক বাসিন্দা বেবি গুপ্তা জানান, রবিবার রাতে বেশ অনেকক্ষণ খোলা ছিল ওই দোকানটি। অনেক রাতেই দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। তার দোকান বন্ধ করার অল্প সময়ের মধ্যেই ওই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। শব্দ শুনে তিনি বেরিয়ে এসে দেখেন দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি বেরিয়ে দেখেন তিনি একা নন তার মতন বাকি এলাকার স্থানীয় বাসিন্দারাও সেই একই শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসেছে।পুলিশ প্রাথমিকভাবে তদন্ত নেবে বিস্ফোরণের নির্দিষ্ট কোনো কারণে সন্ধান করতে পারেননি। দোকানের মালিক আকবর আলিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিস্ফোরণের কারণ খোঁজার জন্য একটি ফরেনসিক পাঠানো হয়। বিস্ফোরণের রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। কি কারনে ওই এলাকায় বিস্ফোরণ বা কোথা থেকেই হল সেই বিস্ফোরণ তার তদন্ত করছে পুলিশ।