|
---|
দার্জিলিং: গোটা উত্তরবঙ্গ সহ দার্জিলিংয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দিনের বেলা থেকেই হাড় কাঁপানো শীত অনুভব করছে দার্জিলিং। ঘন কুয়াশা , উত্তরা উত্তরা হাওয়ার দাপটে দার্জিলিং এর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গিয়েছে।
তবে করোনা পরিস্থিতির কারণে রাজ্যে আংশিক লকডাউন জারি হওয়ায় পর্যটক অনেক কমে গেছে দার্জিলিংয়ে। এছাড়া যারা পরিকল্পনা করেছিলেন দার্জিলিং ভ্রমণ করবেন তারাও সেই পরিকল্পনা বাতিল করেছেন। এই বছর দার্জিলিংয়ের পর্যটন ব্যবসা দারুন হতো, কিন্তু তাতে আবার বাঁধার সৃষ্টি করেছে করোনা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার দিন রাতে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামতে পারে। বুধবার দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী, সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।