|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : বোনের বাড়ী বেড়াতে এসে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল কাকা ও ভাইপোর।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘির ফুলবন এলাকায়। জানাযায় বাধনা উৎসব উপলক্ষ্যে সাগরদীঘিতে বোনের বাড়ী বেড়াতে আসে কাকা ও ভাইপো। সাগরদীঘি থেকে বাড়ী ফেরার পথে ফুলবনে কাছে মোটর বাইকের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে গার্ড পিলারের সঙ্গে ধাক্কা মারে আর তাতেই গুরুতর আহত হয় কাকা ও ভইপো।স্থানীয়রা সাগরদীঘি থানায় খবর পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদীঘি থানার পুলিশ এবং তাদেরকে উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।কর্তব্যরত চিকিৎসক প্রথমেই একজনকে মৃত বলে ঘোষনা করেন পরে আরও এক জনের মৃত্যু হয় বলে হাসপাতাল সুত্রে জানা যায়।মৃত দুই যুবক সম্পর্কে কাকা ও ভাইপো ।তাঁদের বাড়ী মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা এলাকায় বলে জানা যায়।পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয় শুরু করে দিয়েছে।