|
---|
আয়ুব আলি, নতুন গতি : উত্তর ২৪ পরগনা, নৈহাটি রেলওয়ে জংশনের বঙ্কিম গ্যালারি তে ঋষি বঙ্কিম চন্দ্র জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী পরেশ নাথ সরকারের উদ্দোগে ও নৈহাটি রেল প্রশাসনের সহযোগিতায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬ তম জন্মদিনে বঙ্কিম মুর্তি তে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানান হয়। উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, বঙ্কিম গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ শ্রী রতন নন্দী ও নৈহাটি রেল প্রশাসনের আধিকারিক গন ও অন্যান্য বিশিষ্ট বর্গ। সঙ্গীত ও বঙ্কিমচন্দ্র সম্পর্কে আলোচনা করেন বক্তাগন। বঙ্কিম জন্মোৎসব কমিটির সভাপতি এই অনুষ্ঠানে র মাধ্যমে তথা বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে দাবি করে আসছেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি নব- নির্বাচিত সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে নৈহাটি স্টেশন এর নাম বঙ্কিম চন্দ্রের নামে নামাঙ্কিত করার প্রস্তাব সাংসদ পার্লামেন্টে প্রস্তাব রাখবেন বলে আশ্বাস দেন।