বন্যা কবলিত স্থান পরিদর্শনে কেশপুরের বিডিও, জেলা কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ, সাহায্যের আশ্বাস

 

    নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, পশ্চিম মেদিনীপুর: নিম্ন চাপের জেরে গত কয়েকদিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা বন্যা কবলিত। কংসাবতী ও কুবাই নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কেশপুর ব্লকের ৩০টি গ্রাম বন্যা কবলিত। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘার জমির ধান। আশ্রয়হীন হয়েছে কয়েকশ পরিবার। কেশপুরের কিছু জায়গায় গ্রামের ভিতরেও নৌকা চলাচল করছে। ১২ নং অঞ্চলের হাজীচক ব্রীজ একদম দুর্বল। যে কোনো সময়ে ভেঙে যেতে পারে। এই ব্রিজ দিয়ে ৪ টি অঞ্চলের লোকেরা যাতায়াত করে। এই ব্রীজ মেরামত করার ব্যাপারে প্রশাসন একেবারে নীরব দর্শক

    কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ আজ গোলার অঞ্চলের গেড়িকলা, যমুনাবেড়, কানুনিয়া, দমদমা , পালংপুর, রাওতা, রতনা ইত্যাদি গ্রাম গুলো পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন গোলার অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা খাতুন। কেশপুর ব্লকের বিডিও দীপক বাবু জানিয়েছেন, ব্লক প্রশাসন এলাকার মানুষের পাশে সবসময়ই আছে। বন্যা কবলিত এলাকায় যাতায়াতের জন্য পর্যাপ্ত নৌকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের জিলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টরা কেশপুরের কানপুর, ভীমপুর, হাজিচক ইত্যাদি বন্যাকবলিত এলাকায় পরিদর্শন করেন। তাঁরা বন্যা কবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।