বইমেলা হলো বাঙালির ১৪ পার্বণ, সাধারণ মানুষের সুবিধার্থে চলবে অতিরিক্ত বাস

নিজস্ব সংবাদদাতা :শুরু হয়ে গিয়েছে কলকাতা বইমেলা, বাঙালির কাছে এই বইমেলা চোদ্দ পার্বণ । সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। বইমেলায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য বাংলা পরিবহন সংস্থা অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ও বেসরকারি মিলে মোট ৩০০ টি বাস চলবে। ছুটির দিনে সেই সংখ্যাটা বেড়ে যাবে, ছুটির দিনে মোট বাস চলবে ৪০০ টি। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে শহর ও শহরতলীর বিভিন্ন রুটে বাস করে যেতে পারবেন সাধারণ মানুষ। এই বাস স্ট্যান্ড থেকে এসি ও নন এসি দুই রকমই বাস ছাড়বে বলে জানা গেছে।