|
---|
এ.এস.এম মিনহাজুল, নতুন গতি, ভাঙ্গড়;
গত ২৩ শে জানুয়ারী শুরু হয়েছে ভাঙ্গড় বই মেলা,চলবে ২৯ শে জানুয়ারী পর্যন্ত।বই মেলার জনপ্রিয়তা ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে,আর এই জনপ্রিয়তা বহু লাংসে বাড়িয়ে দিচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৪ শে জানুয়ারী হয়ে গেলো আবৃত্তি প্রতিযোগিতা,২৫ শে জানুয়ারী নৃত্য প্রতিযোগিতা,২৬ শে জানুয়ারী গান ও নাটক।আজ ২৮ শে জানুয়ারী দুপুর ১২ টা থেকে হতে চলেছে কুইজ প্রতিযোগিতা শুধু স্কুল ছত্র ছাত্রী দের জন্য।২৯ শে জানুয়ারী হবে তর্ক-বিতর্ক।
প্রতিযোগিতা অংশ গ্রহনের ফর্ম বিনামূল্যে পাওয়া যাচ্ছে ভাঙ্গড় পাব্লিক লাইব্রেরী থেকে।