|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: রবিবার বিকেলে ডায়মন্ড হারবার প্রেস কর্নারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো মহকুমার দুই বিশিষ্ট কবি ও শিক্ষকের কাব্যগ্রন্থ এবং অনুবাদ কবিতার বই। কবি অরুণ পাঠকের কবিতার বই ‘স্তব নয়, শুশ্রূষাও আছে’ প্রকাশিত হয়েছে আদম প্রকাশনা থেকে। কবি চন্দন মিত্র এই প্রথম বাংলা ভাষায় চৈনিক কবি হানশানের কবিতা অনুবাদ করেছেন।
বইটির নাম শীতলগিরির পদ্য(হানশানের কবিতা), প্রকাশিত হয়েছে বার্ণিক প্রকাশনা থেকে। রবিবার দুই কবির উপস্থিতিতে বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রেস কর্ণারের সভাপতি কিংশুক ভট্টাচার্য। এদিন উপস্থিত ছিলেন কবি গৌতম মন্ডল, অনুপম পাত্র, সুরজিৎ প্রামাণিক, আফরোজা খাতুন সহ প্রেস কর্ণারের সদস্য ও সাংবাদিকরা।