|
---|
শিলিগুড়ি: রাজ্যজুড়ে শুরু হয়েছে ষাটোর্ধ ব্যক্তি ও করোনার প্রথম সারির যোদ্ধাদের বুস্টার ডোজ। একই সাথে দার্জিলিং জেলাতেও শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ প্রাদান কর্মসূচী। সোমবার সকাল থেকে দার্জিলিং জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার নয় মাস অতিক্রান্ত হলেই মিলবে ওই বুস্টার ডোজ। আপাতত প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধাদের ওই বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বুস্টার ডোজ নেন প্রাক্তণ মন্ত্রী তথা প্রশাসক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেব। টিকা নিয়ে গৌতম দেব বলেন, “আমার নয় মাস পার হয়ে গিয়েছে। সেজন্য বুস্টার ডোজ নিলাম। অনেকটা চিন্তা কমবে। যেহেতু প্রচারে যাচ্ছি। তবে জেলায় গ্রাফটা আবার একটু বেড়েছে। আতঙ্কের কিছু নেই।” সরকারি কর্মী ইন্দ্রজিৎ নাগ বলেন, “অনেকটা চিন্তামুক্ত হলাম। যেভাবে করোনা বাড়ছে তাতে টিকা রোগ থেকে দূরে রাখতে সহায়ক হবে।”