বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢের,

রহমতুল্লাহ,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে বৃহস্পতিবার সকালে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢের মৃত ব্যক্তির নাম সালাই শেখ বাড়ি খরগ্রাম থানার মহিষার গ্রামে বলে জানা যায়। জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের জন্য একের পর এক ঘটছে পথ দুর্ঘটনা। এদিন এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা স্তব্ধ হয়ে পড়ে হলদিয়া- ফারাক্কা রাজ্য সড়কের জান চলাচল। ঘটনার খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেহ উদ্ধার করে কান্দে মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃত দেহ পাঠিয়েছে। ঘাতক গাড়িটি আটক করেছে বড়ুয়া থানার পুলিশ।