|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : করোনাজনিত পরিস্থিতির জেরে উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। বারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠক হয় সম্প্রতি। সেই বৈঠকেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়ে মাইকে প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফে।