বর্ণাঢ্য শোভাযাত্রার উন্নয়নের ট্যাবলো নিয়ে প্রচারে গলসির ভূঁড়ি গ্রামপঞ্চায়েত

আজিজুর রহমান,গলসি : গলসি দু’নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ৫ ই মে থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের এগারো বছর উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মসূচি। এদিন ব্লকের ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত তাদের উন্নয়নের ১১ বছরের খতিয়ান জনসম্মুখে তুলে ধরেন। পঞ্চায়েতের উদ্যোগে উন্নয়নের পথে ১১ বছর উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানেই রাজ্য সরকারের উন্নয়নের ১১ বছরের খতিয়ান তুলে ধরা হয়। যেখানে লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী সহ বেশ কিছু সরকারি প্রকল্পের প্রদর্শনী করা হয়। তাছাড়াও রাজ্য সরকারের কয়েকটি জনমুখী প্রকল্পের ট্যাবলো সাজিয়ে গোটা গলসি বাজারে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ভুঁড়ি অঞ্চলের কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রীরা সহ বহু মানুষ এসে ফেস্টুন হাতে ওই শোভাযাত্রার সৌন্দর্য্য বৃদ্ধি করেন। এর পাশাপাশি সকাল থেকে গলসি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচির আয়োজন করেন ওই পঞ্চায়েতের উপপ্রধান সুবোধ ঘোষ। তার উদ্যোগে এদিন নাচ, গান, আবৃত্তি সহ আদিবাসী নৃত্য, শ্যামা সঙ্গীত, বাউন সঙ্গীত, ছো নাচ, ছাড়াও বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয়। পঞ্চায়েতের এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন, গলসি ২ ব্লকের বিডিও সঞ্জীব সেন। তিনি বলেন, সকল পঞ্চায়েত ভালো ভাবেই প্রদর্শনী করেছে। তবে ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত আজকে কন্যাশ্রী, রুপশ্রী কৃষক বন্ধু সহ সুন্দর সুন্দর বেশ কিছু প্রদর্শনীর আয়োজন করেছে। তাছাড়াও এদিনের লক্ষীর ভান্ডারে ট্যাবলো শোভাযাত্রার মানকে বৃদ্ধি করেছে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন, পঞ্চায়েত সমিতির সভাপতি  বাসুদেব চৌধুরী, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য সুজন মন্ডল, ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীল সোরেন ও কর্মসুচির মুল আয়োজক উপপ্রধান সুবোধ ঘোষ সহ সরকারি আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যরা।

    ছবি : ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বর্ণাঢ্য শোভা যাত্রা গলসির বাজারে