|
---|
সম্প্রীতি মোল্লা : অন্যান্য বছরের মতো এবছরও বিধান শিশু উদ্যানে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এদিন সকাল থেকের ছোটো ছোটো বাচ্চারা রংবেরঙের পোশাকে সুসজ্জিত হয়ে বাবা মায়েদের হাত ধরে বিধান শিশু উদ্যানে চলে আসে। অনেকেই বাড়ি থেকে তৈরী করা খাবার নিয়ে চলে আসেন। বড়দিন উপলক্ষ্যে প্রায় দশ হাজারের মতো মানুষ এসেছিলেন। এদিন সকাল থেকে সকলের মধ্যে ছিল পিকনিকের মেজাজ।বিধান শিশু উদ্যানে কোনোরকম প্রবেশ মুল্য নেই। সারাদিন দর্শনার্থীরা বিধান শিশু উদ্যানে কাটিয়ে সন্ধ্যায় বাড়ির দিকে রওনা দেয় বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যান এর সম্পাদক গৌতম তালুকদার।