বড়শুল শচীন ফ্যান ক্লাবের জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা।

লুতুব আলি, বর্ধমান, ২ নভেম্বর : পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লকের বড়শুল শচীন ফ্যান ক্লাবের সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ২৪ বছরে পা দিল। ২ নভেম্বর এই পুজোর অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবু মনির উদ্দিন চৌধুরী। স্বাগত ভাষণ দেন শচীন ফ্যান ক্লাবের পুরোধা যাদব বাগ। বড়শুল এলাকায় জগদ্ধাত্রী পুজোকে সার্বজনীনভাবে রূপ দিতে এই ক্লাব অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। উল্লেখ্য, অষ্টাদশ শতকে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পুজোকে উচ্চবর্ণের ব্রাহ্মসমাজ থেকে বের করে এনে সার্বজনীন রূপ দিয়েছিলেন। মহারাজার এই উদ্যোগ ২৪ বছর আগে শচীন ফ্যান ক্লাব রূপায়িত করায় স্থানীয় এলাকায় কৃতিত্ব অর্জন করার দাবী রাখে বলে অনেকে মনে করেন। এই পুজোর উদ্বোধন করতে গিয়ে বর্ষীয়ান আবু মনির উদ্দিন চৌধুরী বলেন, জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে শচীন ফ্যান ক্লাব সম্প্রীতির বার্তা দেয়। অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সুমনা হাজরা। শচীন ফ্যান ক্লাবের সম্পাদক সুকান্ত বাগ, সভাপতি শম্ভুনাথ দে, উজ্জল সিংহ, পিন্টু ঘোষ, পার্থ দাঁ, সৌরভ দাস, শিবু সরকার অক্লান্ত প্রচেষ্টায় এই পুজো উৎসব মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন চক্রবর্তী, সন্তোষ মাইতি প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী কৌশানি পাত্র, অর্পিতা পাত্র প্রশংসিত হয়। পুজো উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।