|
---|
লুতুব আলি, বড়শুল, বর্ধমান : বড়শুল সাহিত্য পরিষদের বর্ণময় রবীন্দ্র সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী পালন করল বড়শুল সাহিত্য পরিষদ। বড়শুল সাহিত্য পরিষদের অন্যতম কর্মকর্তা তাপস চট্টোপাধ্যায়ের বাসভবনের তাঁর স্বর্গীয় পিতা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুকুমার চ্যাটার্জি মঞ্চে বর্ণময় রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মননশীল আলোচনা সভায় রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর ঠাকুর পরিবারের বিভিন্ন দিক গুলি নিয়ে আলোচিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আশঙ্কা করেছিলেন যে শতবর্ষ পরেও তাঁর লেখা প্রাসঙ্গিক হবে কিনা! দিনের অনুষ্ঠানের বক্তারা বলেন যে, হাজার বছর পরেও রবীন্দ্রনাথের চিরন্তন লেখা সমান ভাবে প্রাসঙ্গিকতা লাভ করে চলবে। কবিতা, কথায়, গানে রবীন্দ্রনাথকে স্মরণ করেন বড়শুল সাহিত্য পরিষদের সভাপতি বর্ষীয়ান স্বভাব কবি আবু মনিরুদ্দীন চৌধুরী, প্রাক্তন জেলা স্কুল পরিদর্শক তারকনাথ রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, বড়শুল সাহিত্য পরিষদের সম্পাদক সুভাষ দে, অনুতোষ চক্রবর্তী, কাশিনাথ চ্যাটার্জি, সমীর ব্যানার্জি, বিশিষ্ট সংগীত শিল্পী সংগীতা মোদক ঘোষ, বুলবুল দত্ত সিনহা প্রমুখ। অনুষ্ঠানের সঙ্গীতা মোদক ঘোষ ও বুলবুল দত্ত সিনহার ছাত্র-ছাত্রীরা নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন রূপালী মুখার্জি।