বড়শুলের পঞ্চায়েত প্রধানের বসবাসের বাড়ি টিনের ছাউনি।

লুতুব আলি, শক্তিগড় : বড়শুলের পঞ্চায়েত প্রধানের বসবাসের বাড়ি টিনের ছাউনি। পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লকের অন্তর্গত বড়শুল ১ নং পঞ্চায়েত । এই পঞ্চায়েতের বর্তমান প্রধানের নাম চায়না মণ্ডল। আবাস যোজনায় তাঁর বাড়ি হওয়ার জন্য নাম এসেছিল। চায়না মন্ডল তিনি নিজেই এই নাম বাদ দিয়ে দেন। কারণ হিসেবে তিনি দর্শেছেন কেউ যেন না বলতে পারেন তিনি প্রভাব খাটিয়ে আবাস যোজনায় নিজের নাম তুলেছেন। যাতে অন্য কেউ তাঁর দিকে কেউ আঙ্গুল তুলতে না পারেন সেই জন্যই তিনি এই কাজ করেছেন। বর্তমানের প্রেক্ষাপটে চায়না মন্ডল একজন আদর্শ পঞ্চায়েত প্রধান। নিজের বসবাসের বাড়ি এজবেস্টার ও টিনের ছাউনি। তাঁর স্বামী ফান্টু মন্ডল একজন সাধারন লটারি বিক্রেতা। খুব কষ্ট সহ্য করেও তারা অতি সাধারণভাবে সংসার চালান। কোন প্রলোভনই তাঁকে টলাতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ চায়না মন্ডল কে অনুপ্রাণিত করেছেন। চায়না মন্ডল একমাত্র সততাকে অবলম্বন করে চলেছেন। চায়না মন্ডলের ব্যক্তিগত এই অবস্থা দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন! বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক চায়না মন্ডলের বাড়ি গিয়ে সমস্ত কিছু প্রত্যক্ষ করে তিনিও হতবাক হয়ে গেছেন। চায়নার মন্ডলের প্রতি তিনি তারিফ করেন। বিধায়ক নিশিথ কুমার মালিক বলেন, আমরা প্রধান চায়না মন্ডলের জন্য গর্বিত। চাইনা মন্ডল নিজের সততা দিয়ে গ্রামবাসী ও এলাকাবাসীদের ও মন জয় করে নিয়েছেন। চাইনা মন্ডল বলেন, আমি প্রধান হয়ে বিদ্যালয় ছুরদের স্কুলমুখী করেছি। মহিলাদেরও বিভিন্নভাবে স্বনির্ভর করতে ব্লক প্রশাসনের সহযোগিতায় ও দলের সহযোগিতায় অনেক কাজ করতে পেরে বেশ নিজেকে ভালো লাগছে। যতদিন বাঁচবো সততার সঙ্গে, কষ্ট সহ্য করেও সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।