বসে আঁকো প্রতিযোগিতা ও প্রভাত ফেরী

নূর আহমেদ, মেমারি : ২৩ জানুয়ারি,নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উদযাপন করলো মেমারি বইমেলা কমিটি। বইমেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও কচিকাঁচাদের নিয়ে প্রভাত ফেরী করা হয়। প্রভাত ফেরী বইমেলা মঞ্চ থেকে শুরু হয়ে নতুন বাসষ্ট্যান্ড পরিক্রমা করে শেষ হয়। প্রভাতফেরীতে মেমারি বইমেলা কমিটির সম্পাদক স্বপন বিষয়ী ও এসডিপিও সদর দক্ষিণ বুদ্ধদেব পান দুটি বাচ্চার হাত ধরে পরিক্রমা করেন। এদিন বইমেলা মঞ্চে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে।